রাজবাড়ীর আলীপুর : জেদ করে মোটরসাইকেল কিনে ৩ দিনেই গেলো বন্ধুসহ প্রাণ
- Update Time : ১০:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৬৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দশম শ্রেণীতে উঠতে না উঠতেই কথিত বন্ধুদের কাছে সম্মান বৃদ্ধির লক্ষে মোটরসাইকেল কেনার নেশা পেয়ে বসে রাজন শেখ (১৭)-এর। যদিও ট্রাক চালক দরিদ্র বাবা’র নেই মোটরসাইকেল কেনার সে সমর্থ। তবে মানতে নারাজ একমাত্র সন্তান রাজন। প্রথমে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা। যার রেশ কাটতে না কাটতে ফের গলায় রশি নিয়ে আত্মহত্যার চেষ্টা। ওই সময় ঘরের দরোজা ভেঙ্গে অনেকটা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এসব ঘটনায় রাজনের বক্তব্য একটাই মোটরসাইকেল কিনে দাও, না হলে আমি জীবন রাখবো না। আর মোটরসাইকেল কিনে দিলে নিয়মিত পড়াশোনা করা, স্কুলে ও কোচিং-এ যাবে বলে সাফ জানিয়ে দেয়। বাধ্য হয়ে মা লাকি খাতুন জমানো ও নিজের গহনা বিক্রর টাকা দিয়ে এবং ৭০ হাজার টাকা বাকী রেখে আড়াই লাখ টাকা মূল্যের একটি সুজুকি মোটরসাইকেল গত শনিবার কিনে দেয়। মোটরসাইকেল হাতে পার পর থেকে উড়ে বেড়াতে শুরু করে রাজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় বাড়ী থেকে তার মোটরসাইকেলটি নিয়ে বের হয়। পথে ডেকে নেয় বন্ধু সোহাগ প্রমাণিক (১৮) কে। দুই বন্ধু মিলে দ্রুত গতিতে চালাতে শুরু করে মোটরসাইকেল। রাজবাড়ী-ফরিদপুর সড়ক থেকে আলীপুর বাজার সড়ক হয়ে পুনরায় ফিরে আসার সময় দ্রুত গতিতে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে রাজন ও সোহাগ দুই জনেই ছিটকে পরে রাস্তার পাশের খালে। তারা ওই সময় মারাত্নক জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তি নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লাল মিয়া শেখের ছেলে এবং স্থানীয় আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আর সোহাগ পাশ^বর্তী আলীপুর ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুর রব প্রামাণিকের ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেলের দোকানের কর্মচারী।
ঘটনাস্থলে যাওয়া আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন, ঘটনাটি দুঃখ জনক। রাজন পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আত্মহত্যার চেষ্টা করে বাবা ও মাকে অনেকটাই জিম্ম করে। অথচ এতো ছোট্ট একটা মানুষের হাতে মোটরসাইকেল তুলে দেয়া অর্থ ছিলো হাতে মৃত্যু জম তুলে দেয়ার সামিল এবং হলোও তাই। অকালে ঝড়ে গেলো দুটো তাজা প্রাণ। তিনি পরিবার তথা শিক্ষার্থীদের সচেতন হবার পারামর্শ প্রদান করেন।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা রাজবাড়ী থানার এসআই হুমায়ুন রেজা বলেন, মৃতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়