পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইজিপি’র সাথে রাজবাড়ী জেলা পুলিশের সভা
- Update Time : ১০:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পুলিশের আইজিপি’র সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৪ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা” মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরাও যুক্ত হন।
পুলিশ হেডকোয়ার্টার্সের “হল অব প্রাইড”-এর সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম-এর সভাপতিত্বে পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সে সময় আইজিপি বলেন, সকল ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি এবং সেহরির সময় বিশেষভাবে সতর্ক ও সজাগ থাকতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, এক্ষেত্রে বাজার মনিটরিং এবং পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচলের ওপর গুরুত্বারোপ সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় হতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকার্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়