সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- Update Time : ১১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ঐতিয্যবাহি সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক কাজী হেফাজত আলী টিটো। এতে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ আগত অতিথিরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় বক্তারা বলেন, স্কুলের শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হব। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সবাইকে সবাইকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।যে শিক্ষা বৃদ্ধ মা বাবার কোন কাজে আসেনা সে শিক্ষা প্রকৃত কোন শিক্ষা নয়।আজ দেখা যায় মা বাবা বৃদ্ধ হলে তাদের অবহেলা করা হয়।বৃদ্ধাশ্রমে পাঠানো হয়।আসলে যাদের মধ্যে প্রকৃত শিক্ষা আছে তাদের মা বাবাদের এমন ভাবে অবহেলা করতে পারেনা। সু শিক্ষায় শিক্ষিত সমাজ একটি দেশ ও জাতী গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। এসময় স্কুলের প্রাচীর নির্মান ও সিসিটিভির ব্যবস্থা করার কথা দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়