পাংশায় রেলপথ মন্ত্রীর শহরে রেলওয়ের জমিতে নির্মিত ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
- Update Time : ১০:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রেলপথমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকীমের বাড়ীর শহর রাজবাড়ীর পাংশায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুর ১২ টা থেকে উপজেলার নারায়ণপুর মৌজা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫ টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মাসুদুর রহমান রুবেল সহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, বর্তমান রেলের মান বেড়েছে নতুন নতুন লাইন হচ্ছে কোর্স এসেছে কিন্তু রেলের সম্পত্তি গুলো বড় একটি অংশ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় ছিল। বর্তমান মন্ত্রী মহোদয় এবং আগেও সরকার চেষ্টা করেছে রেলের সম্পত্তি অবৈধভাবে দখল করা জমি বৈধভাবে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার। আমরা আজ রাজবাড়ী পাংশা উপজেলার নারায়ণপুর মৌজায় অভিযান পরিচালনা করছি। এ মজায় রেলের প্রায় অর্ধশত জমি অধিকরণ করা ছিল। এর মধ্যে ২২ একর প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে এটাতো বিরাট লস সরকারের। আপনারা নিজেরাও জানেন জাল দলিল, জাল রেকর্ড হয়, জাল হস্তান্তর হয়। আমরা সবগুলো চেক করে আমরা নিশ্চিত হয়েছি এই জায়গা রেলের অধিকরণ করা ছিলো।নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান পরিচালনার কাজ শুরু করেছি । জমি উদ্ধারের জন্য আজ চিহ্নিত করা হয়েছে প্রায় অর্ধশত ঘর বাড়ি, বিল্ডিং এর মধ্যে ৩৫ টা উচ্ছেদ করেছি। আজ আমরা চেষ্টা করব বাকিগুলা উচ্ছেদ করার। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার কারণে মোঃ নাসির নামের একজনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। এবং এই অভিযান পরিচালনার আগে সবাইকে অবগতা করা হয়েছে। আমরা মাইকিং করেছি লাল করস দিয়েছি তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ফোনেও দিয়েছি যা যা বোঝানোর দরকার বুঝিয়ে দিয়েছি তারপরেও তারা মালপত্র সরায় নাই।
তিনি আরো বলেন, রেলের জায়গা কেনাবেচা থেকে সতর্কতার সাথে করবেন তা না হলে যে কোন সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনার এবং আপনি ক্ষতিগ্রস্ত হলে রেল কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়