রাজবাড়ী শহরে দিনের বেলায় মাটির ট্রাক চলাচল না করার নির্দেশ

- Update Time : ১০:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (রোববার) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান । এতে বক্তব্য দেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন মোহাম্মদ ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, পাসর্পোট অফিসে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, রাজবাড়ী ও পাংশা শহরের মূল প্রবেশপথে যানজট নিরসন, রাজবাড়ী সদর হাসপাতাল আবাসিক এলাকায় দিনের বেলায় মাটির ট্রাক চলাচল না করা , তবে ট্রাক রাত ৯টার পর থেকে চলবে। সদর হাসপাতালে সুপেয় পানি সংকট নিয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়