রাজবাড়ীর শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত

- Update Time : ১০:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, শিক্ষার পরিবেশ ভালো করতে রাজবাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা হয়েছে। শিক্ষার পরিবেশ আরো ভালো করার চেষ্টা অব্যাহত রয়েছে। ছোট শিশুররা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে গড়ার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। তারা যেন সঠিক ভাবে মানুষের মত মানুষ হয় সেই চেষ্টা করবেন।
তিনি বলেন, এ বিদ্যালয়ের উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম এ বিদ্যালয়ে চলমান থাকবে।
তিনি আজ রবিবার দুপরে রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ সব কথা বলেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. শফিকুল মোরশেদ আরুজ, প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছরিন নাহার, সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল হক প্রমূখ।
বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বিশ^াস। স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফা বেগম। সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা।
এতে উপস্থিত ছিলেন, এসএমসি, পিটিএ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ আগত অতিথিরা।
পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে বনভোজনে আগত অভিভাবকদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়