পাংশায় র্যাবের অভিযান, মোটর সাইকেলের সিট কাভারের নিচে থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১
- Update Time : ১০:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৩৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অভিনব কৌশলে মোটর সাইকেলের সিট কাভারের নিচে ফেনসিডিল পাচার কালে মোঃ আলফাজ উদ্দিন (২২) নামে এক যুবককে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় আজ রবিবার রাজবাড়ীর পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আলফাজ চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার মেদিনীপুর গ্রামের মোঃ আবুছার আলী বিশ্বাসের ছেলে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে। সে সময় মোটরসাইকেল আরোহি আলফাজ উদ্দিনের গতিরোধ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে তার কথাবার্তায় অসংগতি লক্ষিত হয়। যে কারণে তারা মোটর সাইকেলে তল্লাসী চালান। ওই সময় মোটর সাইকেলের সিট কাভার খুলতেই উপস্থিত সকলের চোখ ওঠে কপালে। তারা দেখতে পান মোটর সাইকেলের সিট কাভারের নিচে থরে থরে সাজানো রয়েছে ফেনসিডিল। পরে তারা দুই লাখ এক হাজার টাকা মূল্যের ৬৭ পিস ফেনসিডিল উদ্ধার করে। সেই সাথে তাকে গ্রেপ্তার করার পাশাপাশি মোটরসাইকেলটি জব্দ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়