চৌধুরী আবদুল হামিদ একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

- Update Time : ১০:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চৌধুরী আবদুল হামিদ একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে চৌধুরী আবদুল হামিদ একাডেমীর আয়োজনে এ অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ব্যাপি এ প্রতিযোগিতায় অত্র বিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চৌধুরী আবদুল হামিদ একাডেমি প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
আলোচনা সভায় প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বেশি বেশি পড়াশোনা করবা, খেলাধুলা করবা। প্রত্যেকটি স্কুলের ছাত্র ছাত্রী দের শৃঙ্খলা শিখতে হবে। আর এই শৃঙ্খলা শেখাতে শিক্ষকদের আগে প্রশিক্ষণ নিতে হবে। একটি দেশের উন্নয়ন নির্ভর করে দেশে শিক্ষিতের হারের উপর। তোমাদের অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশোনার বিকল্প আমি ভাবছি না। কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে শিক্ষা গ্রহণ শেষে বেকার থাকতে না হয়।
অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ প্রণবন্ধু চন্দ্র বিশ্বাস গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়