রাজবাড়ীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা, চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান
- Update Time : ১১:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা, চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় মহিলা সংস্থার সজ্জনকান্দার তৃণমূল অফিসে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু প্রমুখ। পরে উদ্যোক্তাদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়