পাংশা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

- Update Time : ১০:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ২২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ১৪২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৭ মার্চ বৃহস্পতিবার পাংশা থানাধীন চর ঝিকড়ী মধ্যপাড়া এলাকার মন্টু সরদারেরবাড়ির সামনের পাঁকা রাস্তা থেকে ৮৭ পিচ ইয়াবা মো. সাইফুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সাইফুল চর ঝিকরী মধ্যপাড়া গ্রামের মো. জয়নাল মল্লিকের ছেলে।
অন্যদিকে পাংশা থানার এসআই তারিকুল ইসলামে ও তার সঙ্গীয় ফোর্স আজ ৮ মার্চ শুক্রবার মাছপাড়া ইউনিয়নের নওয়াপাড়া আসামীর মধ্যে নিজ বসত বাড়ি থেকে আলাউদ্দিন মিয়া (৩৩) নামে ৫৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।তারিকুল নওয়াপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
১৪২ পিচ ইয়াবার বাজার মূল্য ধরা হয়েছে ৪১৬০০ টাকা। আসামীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। আসামী মোঃ সাইফুল ইসলাম (৩২) ও আলাউদ্দিন মিয়া (৩৩) এর বিরুদ্ধে ২টি করে পৃথক মাদক মামলা আছে।
এদিকে এসআই তারিকুল ইসলাম, এসআই সেলিম হোসেন, এসআই রবিউল ইসলাম, এএসআই রিপন খান, এএসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ইলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রাম থেকে মোসাঃ কল্পনা আক্তার নামে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মোঃ হাতেম আলী বিশ্বাস। পরোয়ানাভুক্ত আরো আসামীরা হলেন নারায়নপুর গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ আলপনা খাতুন, নাদুরিয়া গ্রামেরর মো. দলিল উদ্দিনের স্ত্রী মোছাঃ আছমা খাতুন, বহালাডাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে তসলিম ও মোঃ জিল্লুর রহমান, বহালাডাঙ্গার সোবাহান মন্ডলের স্ত্রী মোছাঃ রেবেকা খাতুন।
এসআই সেলিম হোসেন পাংশা থানাধীন পাট্টা ইউনিয়নের মুচিদহ গ্রাম থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আমিরুল ইসলাম(৪২) নামে আরো একজনকে গ্রেপ্তার করেন।তিনি ঝিনাই দহ শৈলকুপার কাশিনাথপুর গ্রামের আলম লস্করের ছেলে।
৮ মার্চ শুক্রবার আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,পৃথক অভিযানে ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে আরো পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত অভিযানের মাধ্যমে আসামীদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়