রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরী ঘাটে অগ্নিকান্ড, ১০ দোকান ভস্মিভূত, ইউএনও‘র পরিদর্শন
- Update Time : ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান সহ মালামাল ভস্মিভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরি ঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।
চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, আগুন লাগার খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই মিরাজুল ইসলামের ফার্মেসী, আকরাম শেখের মুদিখানার দোকান, সাইদুল ইসলামের সেলুন, শাহাদত মন্ডলের মুদিখানা ও চায়ের দোকান, আসাদুজ্জামানের মাছের আড়ত, ইউনুছ সরদারের কীটনাশক, আত্তাপ শেখের মাছের আড়ত, আসমত মন্ডলের কাচা মালের দোকান, আব্দুস সালামের মুদি দোকান, মোঃ সিদ্দিক শেখের হোটেল সহ ১০টি দোকান ভস্মিভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত সময়ের তাদের মধ্যে সরকারি সহযোগিতা প্রদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়