সাংসারিক ঝামেলা, সৌদি বসে ভাড়াটে খুনি দিয়ে পাংশায় স্ত্রীকে হত্যা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

- Update Time : ১০:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু রোজিনা ওরফে আরজিনা (৩০) হত্যার ঘটনা সংগঠিত হয়েছে। ওই ঘটনার এক একমাস পর গত বুধবার রাতে একনলা একটি বন্দুকসহ আরো চার জনকে পাংশা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া)’র মৃত শশধর বিশ্বাসের তুষার বিশ্বাস (৪২), নিভা গ্রামের মৃত ছাদেক আলী মন্ডলের ছেলে হারেজ আলী মন্ডল (৩৮), কামাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (২০) এবং চৌরাপাড়া গ্রামের মোঃ সুরোত আলী শেখের ছেলে মোঃ হারুন অর রশিদ ওরফে সুজন (২৪)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস্ মুকিত সরকারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা’র সার্বিক তদারকিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঞ্চল্যকর রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের পাংশা থানা এলাকায় এক সাড়াশি অভিযান পরিচালনা করে।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তুষারকে গ্রেপ্তার করার পর সে আসামী হারেজ আলী মন্ডল, তুহিন মন্ডল, হারুন অর রশিদ ওরফে সুজন মন্ডলসহ আরো কয়েক জনের নাম এবং ঘটনার পরিকল্পনা ও ঘটনার প্রবাহ বর্ণনা করে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিহত রোজিনার স্বামী মোঃ লিটন শেখ সৌদি প্রবাসী। স্ত্রীর সাথে সাংসারিক ঝামেলার কারণে দেশে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার পরিকল্পনা করে বলে অবহিত করে। ইতোপূর্বে এ মামলায় আরো দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
জানাগেছে, গত ৮ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে ১ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী রোজিনা ওরফে আরজিনাকে তার বসত বাড়ী থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়ীর দক্ষিণপাশের জনৈক উসমান মোল্লার বাঁশবাগানে নিয়ে যায়। সেই সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস ও মাথায় আঘাত করে হত্যা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়