পরীক্ষা শেষে রাজবাড়ীর ১৫ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীকে মারপিট
- Update Time : ১১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৬১০ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর উচ্চ বিদ্যালয় ও মরডাঙ্গা ফাজিল মাদ্রসার এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মারিপিট করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর একটার দিকে সূর্যনগর উচ্চ বিদ্যালয়ের ৮ জন এসএসসি পরিক্ষার্থীরা রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট স্কুলে এসএসসি পরিক্ষা দিয়ে বের হয়ে ভবানীপুর স্কুল সংলগ্ন মাদ্রাসার কাছে ইজিবাইকে করে আসতেছিলো পরীক্ষার্থীরা। এসময় এ এলাকার ১০/১৫ জন ছেলে এসে পরিক্ষার্থীদের ইজিবাইক রোধ করে তাদের সেখানেই অতর্কিত ভাবে মারপিট করে। সোহেল নামে আরো একজনকে ঘরে আটকে রেখে বেধরক মারপিট করে ওই ১০/১৫ জন। তার পিঠ আহতরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে সদর থানায় অভিযোগ করতে যায়। আহতরা হলেন সূর্যনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীরা হল সোহেল, রানা, আসিফ, হৃদয়, ফরিদা খাতুন, মৌসুমী, মরিয়ম ও আশা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে মরডাঙ্গা মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী তিন চারজন শ্রীপুর লজ্জাতুন্নেছা মাদ্রাসা থেকে পরিক্ষা শেষে বের হলে মাদ্রাসা মাঠের পাশে দোকানের কাছ থেকে কয়েকজন ছেলে তাদের বেধরক মারপিট করে। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য যায়। আহতরা হল রাকিব,রাব্বি ও ফেরদৌস। মাদ্রাসার পরিক্ষার্থীদের মারপিট করা কয়েকজনের মধ্যে একজন হল অংকুর কলেজিয়েট স্কুলের নিউ টেনের শিক্ষার্থী অভি। অভি সহ ৭/৮ জন মরডাঙ্গা মাদ্রাসার পরীক্ষার্থীদের মারপিট করে পালিয়ে চলে যায়।
মরডাঙ্গা মাদ্রসার পরিক্ষার্থীর আত্মীয় মিঠু জানায়, কোন কারন ছাড়াই এসএসসি পিরিক্ষার্থীদের এভাবে পিটিয়ে আহত করা হয়েছে এটা দুঃখ জনক। মাদ্রসার ভেতরে ঢুকে সন্ত্রাসী কার্যকলাপ করে পরিক্ষার্থীদের মারপিট করা হল এটা আসলে বাজে একটা কাজ। আমরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
সূর্যনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিশ্বাস বলেন, এভাবে যারা আমার স্কুলের পরিক্ষার্থীদের মারপিট করেছে তাদের বিরুদ্ধ আইনী পদক্ষেপ গ্রহন করবো।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান জানান, পরিক্ষার্থীদের উপর হামলা বা মাটপিট এটা কোন ভাবেই কাম্য না। পরীক্ষার্থীদের যারা মারপিট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী কাল থেকে আমরা পরিক্ষা হল গুলোতে বাড়তি টহলের ব্যবস্থা করবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়