ডিবি পুলিশ পরিচয়ে হামলার শিকার কালুখালীর আ:লীগ নেতা মঙ্গল চন্দ্র বিশ্বাসের মৃত্যু
- Update Time : ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৩১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডিবি পুলিশ পরিচয়ে বাড়ীতে ঢুকে আওয়ামীলীগ নেতা মঙ্গল চন্দ্র বিশ^াস (৬৫) নামে এক ব্যক্তির দুই পা ও একটি হাত ভেঙ্গে দেয় চিহিৃতরা। ওই ঘটনার ১৩ দিন পর চিকিৎসাধিন অবস্থায় গত রবিবার দিবাগত রাত ৮ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ১৮ ফেব্রুয়ারী রাতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী গ্রামের নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গল চন্দ্র বিশ^াসের বাবার নাম যতীন্দ্রনাথ বিশ^াসের ছেলে এবং ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গল চন্দ্রের ভাতিজা ও স্কুল শিক্ষক পরিমল বিশ্বাস এবং বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
মঙ্গল চন্দ্র বিশ^াসের ছেলে সঞ্জয় বিশ^াস জানিয়েছেন, তার বাবা রাজনীতির পাশাপাশি কৃষি কাজ করেন। বিগদ দ্বাদশ সংসদ নির্বাচনে তার বাবা স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতিকে কাজ করেন। পাশর্^বর্তী গফুর, রফিক, আলম, আলীসহ তাদের লোকজন বিএনপি’র রাজনীতি করলেও তারা নৌকার পক্ষে কাজ করে। ইতিপূর্বে তারা তার বাবাকে মারধর করায় থানায় মামলা হয়। ওই মামলাটি আদালতে চলমান রয়েছে। ১৮ ফেব্রুয়ারী রাত পৌনে ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ তাদের নেতৃত্বে ১৫-১৬ জন বাড়ীতে ঢুকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করতে থাকেন। পরে বাবা উঠলে তাকে পিটিয়ে দু’টি পা ও একটি হাত ভেঙ্গে দেয়। বাড়ীর অন্যান্য লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে। পরে ঘরে থাকা গরু ব্যবসার ২ লক্ষ ৯৩ হাজার নগদ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল ও ৩টি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বীরদর্পে চলে যায়। এ ঘটনায় তার ছোট ভাই কুমারেশ বিশ^াস বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারী কালুখালী থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় স্কুল শিক্ষক পরিমল বলেন, ডিবি পুলিশ পরিচয়ে বাড়ীতে ঢুকে ঘুম থেকে ডেকে তোলে। পরে মারধর করলে আমরা প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে। পরে লোকজন ডাকচিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে আনলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের নির্বাচনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, এ ধরণের ন্যাক্কার জনক হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এ ধরনের হামলা কোন সুস্থ মানসিকতার লোক করতে পারে না।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়। ওই মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আসামীরা আদালত থেকে জামিনে আছে। একজন আসামী গ্রেপ্তারে বাকী ছিল, তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়