পাংশায় চোরাই গরুসহ তিন চোর আটক
- Update Time : ১০:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশায় চোরাই গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। ২৮ ফেব্রুয়ারি (বুধবার) তাদের উপজেলার কলিমোহর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন—উপজেলার কলিমোহর ইউনিয়নের ফলিমারা গ্রামের মোঃ আরব আলী সরদারের ছেলে গরু চোর মোঃ খাজা সরদার(৩৮)ও মৃত মজিবর মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল(৩৮), এবং মৃত জুরান প্রামানিকের ছেলে রেজাউল ইসলাম।
পুলিশ জানায়, গত ১২ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের সুজন আলীর গোয়ালঘর থাকে একটি গাভী চুরি হয়। এ ঘটনার পরের দিন সুজন আলী বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ১টি গরু চুরির মামলা করেন। মামলা পেয়ে গরুটি উদ্ধারে নামে পুলিশ। পরে বুধবার মোঃ খাজা সরদার ও ইউনুছ আলী মন্ডল কে একত্রে ঘুরতে দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে গরু চুরির বিষয়টি স্বীকার করে। তাদের অপর সঙ্গী রেজাউল ইসলাম বাড়িতে গরুটি আছে বলে জানায়। গরুটি উদ্ধার করার পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়