রাজবাড়ীর শাপলা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
- Update Time : ০৯:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৭ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গায় শাপলা কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
তিনি বলেন, প্রতিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। খেলাধুলা করলে মন ভালো থাকে মেধার বিকাশ ঘটে। তোমরা বেশি বেশি পড়াশোনা করবে। আমি শাপলা কিন্ডার গার্টেনের সার্বিক উন্নয়নে কাজ করবো। তোমরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যতে। সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ছোট্ট ছোট্ট সোনামনির প্রতি লক্ষ্য রাখবেন, বাচ্চারা ভালো কোন বিষয় নিয়ে বেশি কৌতুহল সেই দিকেই তাদর স্বাধীন করতে হবে। বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে শিশুদের প্রতি যত্নশীল দায়িত্ব পালন করতে হবে।
বুধবার সকালে শাপলা কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শাপলা কিন্ডার গার্টেনের সভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সাবেক প্রিন্সিপ্যাল মোঃ কুদরত আলী, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়াড কাউন্সিলর আবু মোঃ হাসান।
বার্ষিক ক্রীড়া, সাহিত্যে সাংস্কৃতিক প্রতিযোগীতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাপলা কিন্ডারগার্টেন উপধ্যক্ষ্য মানিক পোদ্দার, সার্বিক সঞ্চালনা করেন শাপলা কিন্ডারগার্টেন সহকারি শিক্ষক হালিমা খাতুন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়