অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার,পাংশায় হত্যার পরিকল্পনাকারী দুই ভাড়াটিয়া খুনি গ্রেপ্তার
- Update Time : ১০:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় সম্প্রতি গৃহবধু রোজিনা হত্যাকান্ডের সাথে জড়িতসহ আরও কয়েকটি খুনের পরিকল্পনাকারী মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) ও শাওন (২২) নামে দুইজন ভাড়াটিয়া খুনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তূজ ও ৬ টি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারী পাংশায় রোজিনা নামে এক গৃহবধু হত্যাকান্ডের ঘটনা ঘটে। সে ঘটনা তদন্ত করতে গিয়ে শিহাব নামে একজনকে আটক করে জানতে পারেন পাংশার কয়েকজন চিহিৃত সন্ত্রাসী প্বাশবর্তী দেশ ভারতে অবস্থান করছে এবং সেখান থেকে তারা পরিকল্পনা ও নির্দেশনা দিয়ে টাকার বিনিময়ে পাংশা থানার বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রচেষ্টা চালাচ্ছে। তার দ্বারাই গৃহবধু রোজিনা হত্যাকান্ডসহ তাদের বেশ কিছু পরিকল্পনার বিষয়ে পুলিশ জানতে পেরেছে। তদন্তের এক পর্যায়ে গতকাল রোববার দিবাগত রাতে কোফিল উদ্দিন ওরফে কইফে আটক করে জানাতে পারেন পাংশায় একটি গ্রুপ তৈরি করা হয়েছে, যারা কন্ট্রাকের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে। তাদের পরবর্তীতে খুনের টার্গেট ছিল আলাল নামে এক ব্যক্তি, যিনি ছিলেন কইফে অস্ত্র মামলার স্বাক্ষী। আর জমি সংক্রান্ত বিরোধে জেরে ওয়াজেদ নামের এক ব্যক্তি মনিরুল নামে ব্যক্তিকে হত্যার জন্য কইফে ও তার গ্রুপকে ঠিক করেছিলো। এ ঘটনার আগেই তারা কইফে গ্রেফতার এবং তার দেখানো স্থান কসবাসাঝাইলের কুটি মালিয়াট গ্রামের (খালা) নাছিমা বেগমের পরিত্যক্ত বাড়ী থেকে পাংশা থানা পুলিশ একটি সিমেন্টের ব্যাগ থেকে ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তূজ ও ৬টি অবিস্ফরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেফতারকৃত মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) পাংশা কসবামাঝাইল ইউনিয়নের কুটি মালিয়াট পশ্চিমপাড়ার মৃত কাদের মন্ডলের ছেলে ও শাওন (২২) কুঠিমালিয়াট মধ্যপাড়া মোঃ আবু বক্কর সিদ্দিক ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়