সূর্য্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুন:রায় সভাপতি নির্বাচিত হলেন আজম আলী মন্ডল

- Update Time : ০৬:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ঐতিয্যবাহি সূর্য্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল।
এ নির্বাচন পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুধন দত্ত। সে সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ^াস, সহকারী প্রধান শিক্ষক আবু জাফরসহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত ৮জন সদস্য। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডলকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।
নির্বাচিত হবার পর সভাপতি আজম আলী মন্ডল সকল সদস্য ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সূর্য্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ঐতিয্যবাহি একটি প্রতিষ্ঠান। তিনি চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানকে আধুনিক মানদন্ডের নিরিখে গতিশীল রাখতে। এ লক্ষে তিনি বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ঠ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়