দুবাই বসেই পাংশায় অবস্থান করা স্ত্রী রোজিনাকে হত্যা করালো স্বামী লিটন

- Update Time : ১০:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পরকীয়ায় জড়িয়ে দুবাই প্রবাসী স্বামী লিটন শেখ (৩৪) রাজবাড়ীর পাংশায় অবস্থানকরা স্ত্রী রোজিনা ওরফে আরজিনা (৩০) কে হত্যার পরিকল্পনা করে। তাকে দুই লাখ টাকায় ভাড়া করা খুনিদের দিয়ে হত্যায় করায় রোজিনাকে।
সম্প্রতি রাজবাড়ীর পাংশার চাঞ্চল্যকর দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যার ঘটনায় মো. শিহাব শেখকে (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারের পর তিনি পুলিশকে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শিহাব শেখ জানিয়েছেন, তারা দুই লাখ টাকার বিনিময়ে নিহতের স্বামীর সাথে চুক্তি করেন। পরে ঘটনার সময় রোজিনার স্বামী ফোনে তাকে জানান, বাইরে প্রয়োজনে কিছু লোক এসেছেন- তিনি যেন গিয়ে কথা বলেন। স্বামীর কথায় বের হন রোজিনা। এসময় হত্যাকারীরা তাকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়।
আজ শনিবার সন্ধ্যায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আসামি মো. শিহাব শেখকে (৪৫) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি শিহাব শেখ পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।
পুলিশ মামলা সূত্র, স্থানীয়দের বরাত ও আসামির দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানায়, নিহত রোজিনার স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল শেখ (১২) ও মেয়ে রাকাকে (৬) নিয়ে পাট্টায় স্বামীর বাড়িতে থাকতেন।
গত ৮ ফেব্রুয়ারি রাতে আসামিরা রোজিনাকে ডেকে নিয়ে হত্যা করে। পরে তার লাশ পাশের একটি বাঁশ বাগানে ফেলে পালিয়ে যায়।
মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা কালুখালী উপজেলার কুমরীরাণী গ্রামের মো. আবজাল খাঁ (৫৪) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় শিহাব শেখকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়