রাজবাড়ীর বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব সমাপনী দিনে প্রীতি ‘বিতর্ক’ অনুষ্ঠিত

- Update Time : ১০:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে শেষ হয়েছে তিন দিন ব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক উৎসব। আজ শনিবার ছিলো এ উৎসবের সমাপনী দিন। এ দিন বিকালে আরডিএ’র অংশ গ্রহণে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিলো “এই সংসদ মনে করে আমরা একুশের পথেই আছি”। দুটি গ্রুপের বিতর্কে আরডিএ-৫২ ‘সরকারী দল’-এর পক্ষে ছিলো জেলা শহরের অংকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী লুকাইয়া বিনতে সাদিয়া, রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাহিয়ান মাইরোজ নেহা ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তাসিনুর রহমান শান এবং আরডিএ-৭১ ‘বিরোধী দল’-এর পক্ষে ছিলো রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৌহিদা হেলেন মাহি, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দীকা ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ তাসনীম রহমান মিয়া। বিচারক হিসেবে ছিলেন, ফারুক উদ্দিন, আশফাকুর রহমান ও সাদনান সাকিব রাফি। এ বিতর্কে ‘বিরোধী দল’ কে বিজয়ী ঘোষনা করা হয়। উৎসবে আগতরা বিতর্কটি উপভোগ করেন। পরে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়