রাজবাড়ীর বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসবে রেলপথ মন্ত্রী
- Update Time : ১০:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১০ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে চলছে তিন দিন ব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক উৎসব। আজ শুক্রবার ছিলো এ উৎসবের দ্বিতীয় দিন। এ দিন সন্ধ্যায় উৎসবে যোগদের রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা মোঃ জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী একটা রেলের শহর, এই রাজবাড়ীতে ১০৫ একর জমি নিয়ে রেলের একটা কারখানা নির্মাণ করা হবে। যা সৈয়দপুরের কারখানার চেয়েও বড় হবে। যেখানে রিপিয়ারিং, মেন্টেনেন্সের পাশাপাশি এখানে যাতে বগি তৈরীর কারখানাও যাতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ দিন পর তিনি শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ী রেল স্টেশন এসেছেন। রাজবাড়ী রেলষ্টেশনের দুরাবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন। এ ষ্টেশনটি তিনি উন্নত করার উদ্যোগ নেবেন। পাশাপাশি আজাদী ময়দানের রেলওয়ে হলটিকেও আধুনিকায়ন করার পদক্ষেপ নেবেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত রাজবাড়ী পুলিশ সুপার মুকিত সরকার, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু প্রমুখ।
সে সময় মেলায় আগত কবিরা প্রধান অতিথিকে নিজ নিজ লেখা বই উপহার দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। আজ শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়