গোয়ালন্দে ভূল প্রশ্নে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ তিনজন অব্যাহতি
- Update Time : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত ১৫ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডে তিন নম্বর সেটে পরীক্ষা হলেও গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ক সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানাযায়, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের ৫২৩ জন পরীক্ষার্থীর সাথে এ ঘটনা ঘটে। তবে অপর স্কুল গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলে ৪৪৭জন পরীক্ষার্থীর পরীক্ষা যথারীতি ৩নং সেটে পরীক্ষা নেয়া হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্র সচিব গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, হল সুপার মিজানুর রহমান এবং ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানকে তাদের চলমান দায়িত্ব হতে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে।
হল সুপার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান জানান, হল সুপার হিসেবে আমার পরীক্ষার হল এবং দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দেখাশোনায় ব্যাস্ত থাকার কথা তারপর ও আমি গার্লস স্কুলের প্রশ্ন দিয়ে হলে আসছি তারপর টিক পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্রে প্রশ্ন পাঠানোর কথা তখন কেন্দ্র সচিব মোঃ আনোয়ার হোসেন এবং ট্যাগ অফিসার উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান তাদের দায়িত্বে গ সেট এর পরিবর্তে ক সেট পরীক্ষার প্রশ্ন কেন্দ্রে পৌছান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এসএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।
ইউএনও জানান, ভুল সেটে পরীক্ষা নেয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি রাজবাড়ী জেলা প্রশাসক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন।
চেয়ারম্যান তপন কুমার সাহা আমাকে ভুল সেটে নেয়া ৫২৩জন পরিক্ষার্থীর উত্তরপত্র আলাদা ভাবে সরাসরি তার কাছে পাঠিয়ে দিতে বলেছেন। সেগুলো তিনি বিশেষ ভাবে মূল্যায়ন করার ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। এ নিয়ে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুঃচিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন। এছাড়া যাদের গাফিলতির কারনে এতো বড় ভূল তাদের বিরুদ্ধে আর কোন পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান খুব শীঘ্রই তাদের শোকেস করাসহ যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
অব্যহতি পাওয়া কেন্দ্র সুপার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান জানান, আমি হল সুপার ছিলাম আমি প্রশ্নের কিছু অংশ অন্য কেন্দ্র গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাঠাই। পরবর্তী প্রশ্নগুলো পাঠানো হয় কেন্দ্র সচিবের মাধ্যমে। কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন কে ফোন করা হলে এই বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রেখে দেন এবং পরবর্তী কয়েকবার ফোন দিলেও আর ধরেন নাই। তবে হল সুপার জানান, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫২৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা ১নং সেটে পরীক্ষা নেওয়াটা বড় একটা ভূল ইউএনও স্যারের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হওয়ায় ছাত্র ছাত্রীদের কোন সমস্যা হবে না বলে জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়