রাজবাড়ীতে প্রিমিয়ার ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

- Update Time : ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর উদ্ধাধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই খেলার উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, গোলাম মওলা, এ্যাডঃ তসলিম আহম্মেদ তপনসহ অন্যান্যরা।
এ প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, অংকুর উচ্চ বিদ্যালয়, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, আলাদীপুর উচ্চ বিদ্যালয়, বাওনারা উচ্চ বিদ্যালয় ও পাংশার জজ স্কুলসহ জেলার ৬টি উচ্চ বিদ্যালয় দল অংশ গ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও আলাদীপুর উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। ৫০ ওভারের খেলায় টসে জেতে আলাদীপুর উচ্চ বিদ্যালয়। তবে তারা ফিল্ডিং নেয়। ব্যাডিং-এ ১০ উইকেট হারিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৬ রান করে। জবাবে আলাদীপুর উচ্চ বিদ্যালয় ৯৮ করে অল আউট হয়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়