কালুখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

- Update Time : ১০:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচ গেট এলাকায় শরীফ খান (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। শরীফ খান রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়িয়া গ্রামের হাকিম খানের ছেলে।
জানা যায়, রূপসা স্লুইচ গেট বাজারে দোকান রয়েছে শরীফের। দোকানে স্টেশনারি পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছিল শরীফ। রাতে রূপসা স্লুইচ গেট বাজার গায়েবী মসজিদে বার্র্ষিক ওয়াজ মাহফিল ছিল। বাজার থেকে প্রায় আধা কিলো মিটার দুরে শরীফের বাড়ি। রাতে তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ছিলেন। সেখান থেকে তিনি বাড়িতে ফিরতে ছিলেন। শরীফের দোকানের একটু দুরেই অতর্কিত ভাবে তার ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারিবারিক ভাবে তাদের সঙ্গে কারও শত্রুতা নেই। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শরীফ খানের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে অজ্ঞত ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়