শহিদ মিনারে শ্রদ্ধা জানানো ফুল লুটে নেবার ভিডিও ধারন করায় রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা
- Update Time : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে শহীদ খুশি ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুস্পমাল্য অর্পন করেন। তবে শ্রদ্ধা জানানো ফুল গুলোর নিরাপত্তায় ঢিলেঢালা ভাব দেখা গেছে। যে কারণে শহিদ মিনার থেকে হয়েছে ফুল গুলো লুট। আর ওই ভিডিও ধারণ করতে গিয়ে ফুল লুটেরাদের হামলার স্বীকার হয়েছেন, দৈনিক দেশ রূপান্তর ও ডেইলি বাংলাদেশের রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম বাবু (৩০)। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সাথে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাবু রাজবাড়ী পৌর ৭ নং ওয়ার্ডের চরলক্ষীপুর আব্দুল জালাল শেখ ছেলে। তবে ঘটনার পর থেকেই অপরাধীদের গ্রেপ্তার চলছে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানাগেছে, বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর শহিদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানো সব ফুলের ডালা ও ফুল নিয়ে যাচ্ছিল কিছু ব্যাক্তি। সে সময় ফুল নিয়ে যাবার ভিডিও ধারন করায় তারা ক্ষিপ্ত হয়ে সেখানে দ্বায়িত্বরত আনসার সদস্যদের সামনে থেকে টেনে হিচরে নিয়ে দেশরুপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম বাবুকে এলোপাথারি ভাবে মারধোর করা হয়। পরে সেখানে দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে।
স্থানীয় সাংবাদিকরা বলেন, প্রশাসনের গাফেলতিতে এ ঘটনা ঘটেছে। কারণ বেলা সাড়ে ১১ টার সময় শহীদ মিনার থেকে ফুল নিয়ে যায়। কিন্তু এ বিষয় দেখার কেউ নাই, বিষয়টি খুবই দুঃখজনক। সরকারের যারা আছে তারা দায়সারা ভাবে প্রোগ্রামটি করতে চেয়েছিলেন। ওখানে আনসার সদস্যদের উপস্থিতিতে ঘটনা ঘটেছে। এই ফুল কিন্তু সাধারন মানুষ নেবার কথা না। হয়তো ফুল ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা সব ফুল এবং ফুলের ঢালা শহীদ মিনারের নিচে নামিয়ে নিয়ে যাচ্ছিলো। একজন সাংবাদিক হিসাবে এ দৃশ্য দেখে ভিডিও ধারন করায় সহকর্মী হালিমকে মারধোর করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জরিত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ এই প্রোগ্রাম দায়সারা ভাবে না করে মন থেকে করার আহ্বান জানান।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল হালিম বাবু বলেন, পেশাগত কারণে তিনি বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখেন শহীদ মিনারে কিছু যুবক সব ফুল গুছিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের অনেকে জুতা পায়ে রয়েছে। তখন তিনি সে দৃশ্য ধারন করতে থাকেন। তখন পাঞ্জাবি পরিহিত একজন তার ওপর চরাও হন। তখন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তারা ক্ষিপ্ত হয়ে ৪/৫ এসে তাকে টেনে হিচরে শহীদ মিনারের অদুরে নিয়ে এলোপাথারি ভাবে মারধোর করে। এ সময় তার চেখে ঘুসি লাগলে ঝাপসা দেখতে থাকেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, ইতোমধ্যেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার একটি ভিডিও ফুটেজ পেয়েছেন, এটি দেখে কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়