শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৯ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
পৃথিবীর ইতিহাসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলন ও বাংলা ভাষা মুক্তির জন্য আত্মাহুতি, রক্ত বির্জন কোথাও কখনো দেখা যায়নি। রাজবাড়ীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি বলেন, ১৯৪৮ সালে মুহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে আসেন।তিনি রেসকোর্স মাঠে বলেন উর্দুই হবে এদেশের রাস্ট্র ভাষা। তখনই ছাত্র সমাজ নো নো বলে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিল, জিন্নাহ প্রতিবাদ শুনে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে ছিলো। এই দিনটি আমাদের কাছে যেমন আন্দের তার চেয়েও বেশি কষ্টের কারন আমরা কথা বলি বাংলায়, কিন্তু বাংলা ভাষার তাৎপর্য সম্পর্কে কতটুকু বুঝি। আমাদের বাংলা ভাষার অতীত ইতিহাস, সঠিক ব্যবহার জানতে হবে।মা মটি ময়ের ভাষা বাংলা ভাষা পরিশুদ্ধভাবে ব্যবহার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংগালী জাতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন যাতে বাংলাদেশ স্বাধীন ভাবে ভাষার ব্যবহার ও স্বাধীন ভাবে স্বাধীন দেশের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ২১ মানেই স্বাধীনতার পূর্ব শর্ত। ২১ মানে একটি তারিখ নয়, ২১ হলো মুক্তির পথ।আমরা শপ্ন দেখি বাংলায় আমরা সেই ভাষা সঠিক শব্দ ব্যবহার করবো।আমি নবীনদের কাছে বার্তা দিচ্ছি তোমরা স্মাট বাংলাদেশ গড়তে বাংলা ভাষা শিখবে, সম্মান করবে প্রত্যাশা করি।
রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, পদ্মা কন্যা রাজবাড়ী, বাংলাতেই লালন করতে হবে। দ্বিজাতিতত্ত্ব শুধু যে হিন্দু মুসলিম নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলো তা কিন্তু নয়।বাংলা ও উর্দু ভাষার দ্বিজাতিতত্ত্বে পরিনত হয়েছিল। ১৯৫২ সালে দ্বিজাতি ভাষার পরিসমাপ্তি ঘটে। আর সেটাকে বাস্তবে রুপ দেয় ভাষা সৈনিকেরা।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন,রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল বীর মুক্তিযোদ্ধা মহসিনউদ্দিন বতু প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোতা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়