প্রথম প্রহরে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

- Update Time : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
২১ এর প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহসহ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় প্রথমে শহীদ বেদিতে শহীদদের স্বরণে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী জেলা প্রশাসন। পরে রাজবাড়ী-১ আসনের এমপি, জেলা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে একুশের প্রভাত ফেরিতে শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনার প্রাঙ্গনে যরো হবে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়