রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আশা বিশ্বাস আর নেই

- Update Time : ১০:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী বিশ্বাস আশা বিশ্বাস (৯০) গত সোমবার রাত ৮টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থা তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীদের রেখে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাস্ট্রীয় মর্যাদা প্রদানের পর জেলা শহরের বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সদর উপজেলার আলাদীপুরের নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জানাগেছে, আশা বিশ^াস ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজ বাড়ীতে ঘাঁটি তৈরি করে কিশোর-তরুনদের নির্দেশনা দিয়েছেন। আজকের এই বাংলাদেশ তথা রাজবাড়ী জেলা শহরে মুক্তিযুদ্ধের মূলধারার নেতৃত্বেরও একজন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়