পাংশার বৃদ্ধা আশালতা খুনের ঘটনার বিচারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

- Update Time : ০৯:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা উপজেলা কমিটির সহ-সভাপতি রত্মা রানী বিশ্বাসের বৃদ্ধা মাতা আশালতা দাসকে তাঁর নিজ বাড়িতে ডাকাত সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের ন্যায় বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।
এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিনা সুলতানা, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, লিগ্যাল এইড সম্পাদজ রেহেনাজ পারভীন সাকমা, বিভাগীয় সম্পাদক লাইলী নাহার প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা উপজেলা কমিটির সহসভাপতি রত্মা রানী বিশ্বাসের বৃদ্ধা মাতা আশালতা দাস (৭৫) গত ১৩ ফেব্রুয়ারী ভোরে তাঁর নিজ বাড়িতে (পাংশার সরিষা ইউনিয়ন) ডাকাত সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হন। এই ঘটনার আসামি হিসাবে জনৈক ব্যক্তি রাজবাড়ী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ধরা পড়েছে বলে আমরা জানি। এই ঘটনায় আমরা গভীর ভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংগঠনিক ভাবে আমরা একই পরিবারের সদস্য।
পারিবারিক সূত্রে জানাযায়, মৃতা আশালতা দাস যথেষ্ট সম্পত্তিও সম্পদের মালিক। এই হত্যাকান্ডের ধৃত ব্যক্তি স্বীকারোক্তি হিসেবে একক দায় স্বীকার করলেও পরিারমনে করে এই হিন্দু বয়সু বিধবার হত্যার পেছনে অধিকতর উদ্দেশ্য থাকতে পারে। পারিবারের অন্য সদস্যরা যাতে নিরাপত্তাহীনতায় থাকেন এবং বিষয় সম্পত্তির খোঁজ খবর বেশিনা নেওয়ার চেষ্টা করেন। এই ভাবনা অনুসারে ঘটনাটি বিচ্ছিন্ন হত্যাকান্ড নাও হতে পারে। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করি এবং সংশ্লিষ্টদের ন্যায় বিচার দাবি করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়