আটরশির ওরস ফেরত যানবাহনের চাপ, দৌলতদিয়ায় সিরিয়ালে যানবাহন

- Update Time : ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশির ওরস ফেরত যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। মঙ্গলবার দুপুরের পর থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়াতে থাকে।
সে সময় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় শতাধিক যানবাহন নদী পারের জন্য সিরিয়ালে আটকা পড়ে। এ সময় প্রতিটি যানবাহনকে প্রায় ১ ঘন্টার বেশি সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
ওরস ফেরত যাত্রী ইয়াছিন মীর, আলমগীর মিয়া, সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, ফরিদপুর আটরিশর ওরস শেষে তারা তাদের ভাড়াকৃত বাসে বাড়ী ফিরছিলেন। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়েছেন এবং প্রায় ৪০ মিনিটের বেশি সময় সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। কখন ফেরি পাবেন বলতে পারছেন না। তবে শুনছেন নদীতে নাকি ফেরি কম। দেশের আলোচিত বিষয়ের কথা মাথায় রেখে কর্তৃপক্ষের ফেরি বাড়ানো উচিত ছিলো। কয়েকদিন ওরসে থেকে ঠিক মত গোসল-ঘুম নাই। আর এখন গরমের মধ্যে বাসে বসে থেকে অস্থির লাগছে। এভাবে ভোগান্তির শিকার হচ্ছেন নারী, শিশু সহ সব বয়সী মানুষ।
ঘাটে দ্বায়িত্বরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুর রহমান বলেন, হঠাৎ ফেরি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। মূলত এই সিরিয়ালে ফরিদপুরের ওরস ফেরত যানবাহন বেশি। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে ৩ দিনের ওরস শেষ হওয়ায় ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এই নৌরুটে ১৮ টি ফেরির মধ্যে বর্তমানে ৮ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে । যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়