ভারতের মেদেনীপুরে ওরস শেষে রাজবাড়ীতে ফিরলো স্পেশাল ট্রেন

- Update Time : ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
এ বছর ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৩ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী থেকে ২৪টি কোচে দুই হাজার ২শ’র বেশি যাত্রী নিয়ে যাওয়া ওরস স্পেশাল ট্রেন সোমবার রাত ৯টার দিকে ফিরে এসেছে। রাজবাড়ী রেলষ্টেশনে ফিরে আসা ওই ট্রেন থেকে যাত্রীরা ভালোভাবে নেমেছেন এবং সফল ভাবে ওরশ সমাপ্ত করে ফিরে আসতে পেরে যাত্রীরা শুকরিয়াও আদায় করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারী রাত ১০টার দিকে এই ট্রেনটি রাজবাড়ী রেল ষ্টেশন থেকে ছেড়ে গিয়েছিলো।
সে সময় যাত্রীদের বিদায় জানিয়েছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, সমাজ সেবক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদেরী খোকন বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ১২৩তম ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া ২ হাজার ২শ’র বেশি ওরস যাত্রী যায়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ১৯০২ সাল থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্দ্যোগে রাজবাড়ী থেকে ভারতের মেদেনীপুরে একটি ওরস স্পেশাল ট্রেন যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়