ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলো রাজবাড়ীর জেসমিন ও নূর

- Update Time : ০৫:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ^বিদ্যালয় শাখার ২৫১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি আজ সোমবার ঘোষনা করা হয়েছে। ওই কমিটিতে স্থান পেয়েছেন রাজবাড়ীর দুইজন কৃতি শিক্ষার্থী। এর মধ্যে উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন জেসমিন আরা এবং সদস্য হয়েছেন আসাদুজ্জামান নূর।
জেসমিন আরা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা গ্রামের বাসিন্দা এবং আসাদুজ্জামান নূর সদর উপজেলার চন্দনীর বাসিন্দা। তারা দুই জনই রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী ছিলেন।
বর্তমানে জেসমিন আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা করছেন। তিনি রোকেয়া হলের ছাত্রী। এছাড়া আসাদুজ্জামান নূর ঢাকা বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস মাস্টার্স-এ পড়াশোনা করছেন। তিনি বিজয় একাত্তর হলের ছাত্র।
কমিটি ঘোষনার জেসমিন আরা রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশের সৃষ্টি থেকে এখন পর্যন্ত যত অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সংগঠনটি সবসময় দক্ষ নেতৃত্ব দিয়ে এসেছে সেটা বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা, বঙ্গবন্ধুর নিজহাতে তৈরি এই সংগঠনের একজন কর্মী হওয়া সবসময় এটা গর্বের ও আনান্দের। এটা আমার কাছে অন্যরকম অনুভুতির। সবসময় চেস্টা করবো মুক্তিযুদ্ধের আর্দশে দেশকে এবং দেশের মানুষের সাথে থেকে সোনার বাংলা গড়তে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটিতে মাজহারুল কবির শয়নকে সভাপতি এবং তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ঠ ঢাকা বিশ^বিদ্যালয় কমিটি ঘোষনা করে হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়