রাজবাড়ী থানায় ওপেন হাউজ ডে, মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ম বন্ধের দাবী
- Update Time : ১১:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে আগত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্য এলাকায় মাদকদ্রব্য ও ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। কোন ভাবেই তা থামানো যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ম বন্ধের দাবী জানান।
সদর উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, থানার ওসি (তদন্ত) এশরাকুল ইসলাম।
বক্তৃতা করেন, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার, শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুইয়া, বাণিবহ ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শরিফুর রহমান সোহানসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তৃতায় থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান বলেন, মাদক ব্যবসায়ীদের নতুন তালিকা করা হচ্ছে। সকলকে গোপনে সে তালিকা সরবরাহ করতে অনুরোধ জানান। সেই সাথে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ী ও টাকা ইনভেষ্টকারীরা সাবধান হয়ে যান, না হলে পিঠের চামড়া কিন্তু থাকবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়