এসএসসি পরীক্ষার্থী নাঈম হত্যাকান্ডের বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- Update Time : ১১:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪০ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী নাঈম খানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চী ও গোদার বাজার এলাকাবাসীর আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত চলা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচীতে নিহত নাঈম খানের বাবা মোঃ মান্নান খান, নিহতের চাচা, রফিকুল ইসলাম, নিহতের সৎ মা রোজিনা রোজি বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, গত ১১ ফেব্রুয়ারী বিকেলে এসএসসি পরীক্ষার্থী নাঙ্গম খানকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার মা ও পরকিয়া প্রেমিক মোঃ রফিকুল ইসলাম। হত্যার পর তারা বসত বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তারা আরো বলেন, এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ নাছরিন বেগম ও রাকিব শেখকে আসামী করে মামলা দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। অচিরেই আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়