ভালো কাজ : গোয়ালন্দে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

- Update Time : ১১:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“সেবাই হোক ব্রত,পথ চলাই অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ এলাকার স্বেচ্ছাশ্রমে কবর পরিস্কার করেছে স্থানীয় যুবকরা। শুক্রবার (১৬ ফেব্রয়ারী) কয়েকদিন আগে শুরু গওয়া পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সমাপ্তি টানেন তারা।
এ সময় সানোয়ার আহমেদ বলেন, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন কার্যক্রমে স্বেচ্ছাসেবক দের ধন্যবাদ জানাই।কবর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসে আমার বাবা মঞ্জুর আহমেদ মহোদয়কে আজকে মনে পড়ে যাচ্ছে।আমার বাবার মত অনেক বয়স্ক মানুষ এখানে শুয়ে আছে। আমরা প্রতিবছরই এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করি। তাছাড়া এই কবরস্থানের পাশের পুকুর ভরাট করা প্রয়োজন এবং চতুর্পাশে বাউন্ডারি করা প্রয়োজন। সবার অর্থনৈতিক সহযোগিতায় এই কাজ সম্পন্ন হতে পারে বলে তিনি জানান।
এসময় অন্যান্যের মধ্যে শাহিন খান, জিয়া, মোস্তফা, মুদি দোকানদার নাসির সহ অনেকের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।তারা জানান, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে কবরস্থানটি। এতে করে মৃতদের কবর দিতে তাদের স্বজনদের কষ্ট হত। এ কারণে সর্বস্তরের অংশগ্রহনে এ কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছে। যুবকদের এ মহতি কাজের জন্য প্রশংসা জানিয়েছেন সর্বস্তরের জনগন। এ কর্মসূচির শেষে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়