রাজবাড়ীতে আসলো এলিনা, সৌমি ও তালহার মরদেহ, স্বজনদের আহাজারি
- Update Time : ১১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিভে গেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রী রাজবাড়ীর ৩ জন বাসিন্দার জীবন প্রদীপ। দীর্ঘ প্রায় দেড় মাস পর ডিএনএ পরীক্ষায় সনাক্ত হয়েছে তাদের মরদেহ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ওই তিন জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে স্ব স্ব পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং সন্ধ্যায় মরদেহ গুলো নিজ নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। সে সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাসাত ভাড়ি হয়ে ওঠে।
সনাক্ত হওয়া মরদেহ দুটি হলো, রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল রাজারবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মৃত সাইফুর রহমানের মেয়ে এলিনা ইয়াসমিন (৪০), সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছীর রঘুনাথপুর গ্রামের মৃত চিত্ত রঞ্জন চৌধুরীর মেয়ে ও এশিয়া প্যাসেফিক থেকে ফার্মেসীতে মাস্টার্স করা চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৯) এবং রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী এলাকার আবদুল হকের নিখোঁজ ছেলে ও সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে ছাত্র আবু তালহা (২৪)।
নিখোঁজ সৌমির চাচাতো বোন ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক বলেন, সৌমি মাস্টার্স শেষ করে পিএইচডি করতে দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ করছিল। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার জন্য সৌমি’র মা ও জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি সরকারের স্যাম্পল নিয়েছিলো। বুধবার সেখান থেকে জানানো হয়েছে সৌমির মরদেহ সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ হস্তান্তর করে। যা রাজবাড়ী নিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায়। এরপর সৎকার করা হয়।
একই কথা জানিয়েছেন, নিখোঁজ এলিনার মামাতো ভাই কাজী পলাশ। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য এলিনার মা হোসনেয়ারা বেগমের স্যাম্পল নেয়া হয়। ডিএনএ পরীক্ষা এলিনার মরদেহ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মরদেহ বাড়ীতে আনা হয় এবং স্থানীয় আল্লানেওয়াজ খায়রু একাডেমি মাঠে বাদ এশা জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী রাত ৯টার দিকে রাজবাড়ী হয়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় অগ্নিকান্ডের স্বীকার হন। এতে বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই সাথে নিখোঁজ হয় রাজবাড়ীর এলিনা, সৌমি ও তালহাসহ বেশ কয়েকজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়