রাজবাড়ীর ৭ অবৈধ ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা

- Update Time : ১১:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদর উপজেলা এলাকায় অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করা ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এ অভিযান পরিচালনা করে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে ওই ৭টি অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। সে সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ারসহ পরিদর্শক মোঃ জাহিদ হাসান, পরিদর্শক টিপু সুলতান প্রমুখ। তাদের সহায়তা প্রদান করে ফরিদপুর র্যাব-১০ এর সদস্য, রাজবাড়ী জেলার পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযান পরিচালিত হওয়া ইটভাটা গুলো হলো, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলার রনজিদ কুমার দাসের মালিকানাধিন এবিসি ব্রিকস, এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, দুই লাখ টাকা। বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার এনামুলহক শামীমের মালিকানাধিন মেসার্স এএন্ডবি, এ প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয় দুই লাখ টাকা এবং একই এলাকার মোঃ ইউসুফ হোসেনের মালিকানাধিন মেসার্স আরএন্ডডি ব্রিকস, এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় দুই লাখ টাকা, মোঃ কামাল মিয়ার মালিকানাধিন মেসার্স এফএবি ব্রিকস্, এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা। একই ইউনিয়নের মহারাজপুরের মোঃ মকিম খানের মালিকানাধিন মেসার্স আরএএস ব্রিকস্, এ প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা। নিমতলা এলাকার মোঃ শওকত খানের মালিকানাধিন মেসার্স একেএম ব্রিকস্, এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা এবং বসন্তপুরের উদয়পুর কাঠালতলার মোঃ মকিম খানের মালিকানাধিন মেসার্স সনি ব্রিকস্, এ প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়