রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ
- Update Time : ০৯:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩ Time View
রুবেলুর রহমান/আতিয়ার রহমান,রাজবাড়ী বার্তা ডট কম :
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন ও মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত সুন্দর জীবন চাই”-এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বসুন্ধরা শুভসংঘ ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ীর যৌথ আয়োজনে মঙ্গলবার দুপরে রাজবাড়ী সরকারী কলেজ এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক সামছুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মৌসুমী সাথী, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমাবেশে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। রাত জেগে মাদক গ্রহণ নয়, রাত জেগে পড়াশোনা করতে হবে। চিন্তায় মননে স্বাভাবিকতা রাখতে হবে। যারা মাদক সেবে তাদের সঙ্গও ছাড়তে হবে। পরিবার তথা সমাজে মাথা উচু করে বাঁচতে হবে। মাদক সেবীদের কেউ পছন্দ করে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়