পাংশায় বৃদ্ধা মহিলাকে হাতুরী পেটা করে হত্যা, যুবক গ্রেপ্তার ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার
- Update Time : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় আশা লতা দাস (৭৫) নামে এক বৃদ্ধা মহিলাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ওই হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে লুন্ঠিত স্বর্ণালংকার, হত্যার কাজে ব্যবহৃত হাতুরী উদ্ধার করাসহ হত্যাকারী বিশ^জিৎ কুমার বিশ^াস (২৫) কে গ্রেপ্তার করেছে। নিহত আশা লতা দাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার দাসের স্ত্রী। গ্রেপ্তারকৃত বিশ^জিৎ কুমার বিশ^াস একই গ্রামের সুজিৎ কুমার বিশ^াসের ছেলে।
মঙ্গলবার ভোর রাতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের নিজ বাড়ীতে এ হত্যার ঘটনা ঘটেছে।
সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বলেন, ভোর রাতে ওই বৃদ্ধা মহিলাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তার কোন শত্রু ছিলো না। তিনি বাড়ীতে একাই থাকতেন। ধারনা করা হচ্ছে ছিচকে চোর অথবা মাদকসেবীরা কোন কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে।
রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে। হত্যাকারী বিশ^জিৎ কুমার বিশ^াস রাজবাড়ী শহরের স্বর্ণপট্রির অরুপ কর্মকারের নিকট স্বর্ণ বিক্রি করতে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এর মধ্যেই বিশ^জিৎ বিশ^াস সেখান থেকে পালিয়ে যায়। পরে পাংশায় ফেরার পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডে জড়িত বিশ^জিৎ কুমার বিশ^াসকে লুন্ঠিত স্বর্ণালংকার, হত্যার কাজে ব্যবহৃত হাতুরী উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়