মাদক-সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষায় পাচুরিয়ায় বিট পুলিশিং সমাবেশ

- Update Time : ০৯:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইফটিজিং মুক্ত সমাজ গড়া এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে পাচুরিয়া বিট পুলিশিং এর উদ্দ্যোগে মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান মজিবুর রহমান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, পাঁচুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আলমগীর প্রমূখ।
এছাড়া বিট পুলিশিং সমাবেশে স্থানীয় নারী-পুরুষ, স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, কিশোর-যুবক এবং ইউনিয়নের মসজিদের ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অতিথের তুলনায় পাঁচুরিয়া ইউনিয়ন এখন আইন শৃঙ্খলার দিক দিয়ে অনেক ভাল। মাদক, সন্ত্রাস ও ইফটিজিং নাই বললেই চলে। তাছাড়া এই ইউনিয়নের বিট পুলিশিং এর দ্বায়িত্বরত অফিসার অনেক সচেতন। কোন সমস্যা হলে দ্রুত যথাযথ পদক্ষেপ নেন। তবে ভৌগলিক কারণে এই ইউনিয়নে একটু সমস্যা বেশি। ফলে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, মাদক, সন্ত্রাস, ইফটিজিং, চুরি, নাষকতা, ছিনতাইসহ সকল অপকর্ম রোধে পুলিশকে তথ্য দিতে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। উঠতি বয়সী ছেলে-মেয়ে ও শিশু বাচ্চাদের মোবাইল থেকে দুরে রেখে ছেলে-মেয়েদের পড়াশুনার প্রতি মনযোগি করতে পরিবার প্রধানকে আহ্বান জানান। মোবাইলে ভাল কাজের পাশাপাশি খারাপ কাজও হয় । তাছাড়া গুজবে কান না দেবেন না এবং বুঝে শুনে যে কোন কিছু পোষ্ট করবেন। কারণ ছোট্ট একটি ভুলে বড় ধরনের সদস্যা হয়ে দাঁড়াবে। আর যে কোন বিষয়ে প্রতারক হতে সাবধান থাকবেন। এখন কোন নিয়োগ ও চাকুরিতে টাকা লাগে না। পুলিশ যে কোন সমস্যায় সব আপনাদের ভাল কাজেন পাশে থাকবে। তবে খারাপ কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়