রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে চন্দনীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৯:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী সমাবেশ আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই নারী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এ সমাবেশে উপস্থিত মা বোনদের উদ্দেশ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব, ইউনিয়ন পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন এবং আব্দুল মতিন। আয়োজিত নারী সমাবেশে ওই ইউনিয়নের দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
সভাপতিরে বক্তৃতায় জেলা তথ্য অফিসার রেখা ইসলাম বলেন, উন্নত সমাজ এবং রাষ্ট্র গঠনে আমাদের মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি পরিবারে মা যত সচেতন সেই পরিবারের সন্তানের ভবিষ্যৎ তত সম্ভবনাময়। সন্তানকে শিক্ষিত, যোগ্য, মানবিক এবং সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি একজন মায়ের ভূমিকা অসামান্য।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, গুজব ও অপপ্রচার বিষয়ে সচেতনতা এবং প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গিবাদ ও নাশকতা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়