আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

- Update Time : ০৯:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭১ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও পুরুস্কার তুলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
তিনি বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো, তখন কয়টা চ্যানেল ছিলো ? এখন এতো চ্যানেল দিয়েছে, তাতে কেউ অন্যায় করলে পার পাবে না। এক সেকেন্ডের মধ্যে সব ছড়ায় যাবে। সে কারণে আমাদের সরকারকে যদি বলে সাংবাদিকদের নির্যাতন করতেছি, অত্যাচার করতেছি, তাদের কোন স্বাধীনতা নাই, এ কথাটা বলা ঠিক না। কারণ শেখ হাসিনা সরকার সর্ব দিক দিয়ে উত্তম সরকার।
তিনি আরো বলেন, বিগত সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এতো বড় বড় ভবন হয়নি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৭টি ভবন করে দিয়েছি। আমরা শিক্ষার পরিবেশকে ভালো রাখার স্বার্থে সব সময় চেষ্টা করে থাকি। রাস্তা-ঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এখন পড়াশোনার মান ভালো করতে হবে।
মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত রাকিবুল হাসান পিয়াল, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাডঃ ইয়াসির আরাফাত রামিম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়