ব্যতিক্রমী আয়োজনে রাজবাড়ী সদর হাসপাতালের ৫ নার্সের অবসর জনিত বিদায় সংবর্ধনা
- Update Time : ১১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৪৪ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে অসুস্থ্য মানুষের সেবায় দীর্ঘপথ দায়িত্ব পালন করতে করতে চাকুরী জীবন শেষে সোমবার অবসরে গেলেন পাঁচ জন নার্স। তাদেরকে বিদায় সংবর্ধনা শেষে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীরা দুই পাশে দাঁড়িয়ে একটি ফুল দিয়ে সাজানো মাইক্রেবাসে করে নিজ নিজ বাড়ীতে পাঠানো হয়। সাম্প্রতি রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে একই ভাবে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অবসর জনিত এমন বিদায় জানানো হয়।
বিদায়ীরা হলো নার্সিং সুপার ভাইজার ক্ষমা মন্ডল, নার্সিং সুপার ভাইজার বাসনা রানী নুন্দি, সিনিয়র স্টাফ নার্স মিনতি রানী রায়, সিনিয়র স্টাফ নার্স বিজলী রানী চক্রবর্তী, সিনিয়র স্টাফ নার্স আরেফা বেগমকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান এর সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন-এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে বিদায়ী নার্সরা আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে সবার নিকট ক্ষমা চান এবং সকল স্টাফদের নিকট সুস্বাস্থ্য ও দোয়া কামনা করেন। অন্যান্য নার্সরা তখন কান্নায় ভেঙ্গে পরে বাকি জীবন সুস্বাস্থ্যতার জন্য দোয়া করেন। সকল নার্সদের পক্ষ থেকে বিদায়ী নার্সদের সম্মাননা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়