রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- Update Time : ১১:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৪ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। পাঁচ দিন ব্যাপি বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় ছাত্ররা অংশ গ্রহণ করে। সোমবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুস্ঠান শুরু করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
তিনি বলেন, রাজবাড়ী জেলার সবচেয়ে ভালো এই স্কুল। তোমরাদের নতুন কারিকুলামে পড়াশোনার উন্নত মান বজায় রাখতে শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করবে। জীবন গঠনের উত্তম সময় হেলায় ফেলে দিওনা। বক্তব্য শেষে গান গেয়ে ছাত্রদের আনন্দ দেন এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ছাত্র জীবনে আমরা প্রচুর বই পড়াশোনা করতাম। আমার জানামতে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠ একটা স্কুল সেই স্কুলের ছাত্ররা শ্রেষ্টত্ব বজায় রাখবে আশা রাখি।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, কাজী কেরামত আলী এমপি কে তথ্য ও সমপ্রচার মন্ত্রনালয় কর্তৃক স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা শুধু পড়াশোনা করবোনা খেলাধূলাও করবা। তোমরা রোবোট হবে না। স্মাট বাংলাদেশের স্মাট ছাত্র হওয়ার জন্য বলা হয়। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়