১৪ ফেব্রুয়ারী গণভবনে যাচ্ছেন রাজবাড়ীর আরো দুই জনসহ মোট ১১ জন

- Update Time : ১০:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ৬ জানুয়ারী সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়ে চলে ৮ জানুয়ারী পর্যন্ত। সংরক্ষিত এই নারী আসনের এমপি হওয়ার দৌড়ে নেমেছেন রাজবাড়ীর অনেকেই। রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজবাড়ীর ১১ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাথে আগামী ১৪ জানুয়ারী গণভবনে কথা বলবেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়নপত্র কেনাদের মধ্যে নতুন করে যে দুটি নাম পাওয়া গেছে, তারা হলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দুর্দিনের কান্ডারী মরহুম এ্যাডঃ সৈয়দ রফিকুছ সালেহিনের সহধর্মীনি সৈয়দা মোশফেকা সালেহিন এবং রাজবাড়ীর রাজা সূর্য কুমারের ছেলে সমিরেন্দ্র গুহ রায়ে মেয়ে শুভাগতা গুহ রায়।
ইতোপূর্বে কিনেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদা চৌধুরী তন্বী, রাজবাড়ীর চৌধুরী পরিবার থেকে পাওয়া সাবেক এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ওয়াজেদ চৌধুরীর মেয়ে সাবেক এমপি সালমা চৌধুরী রুমা এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ওয়াজেদ চৌধুরীর পুত্র গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর সহধর্মীনি তানিয়া সুলতানা কংকন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, বাংলাদেশ যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সভাপতি তাহেরা খাতুন লুৎফা, স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সদস্য নাদিয়া আক্তার, কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাকো)-এর যুগ্ন-সাধারণ সম্পাদক শামিমা আক্তার মুনমুন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়