রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আঃলীগের চেয়ারম্যান প্রার্থী নওয়াব আলী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু
- Update Time : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নির্বাচন কমিশন কর্তৃক এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়নি। তবে যে কোন সময় ঘোষনা হতে পারে। যে কারণে ইতোমধ্যেই মাঠে নেমেছেন সম্ভব্য প্রার্থীরা। যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হবার সম্ভবনা কম। তারপরও থেকে নেই দলীয় প্রার্থীরা। প্রতিটি উপজেলায় দলীয় সমর্থন পাবার দৌড়ে কাজ করছেন অনেকেই। রাজবাড়ী জেলাও এর ব্যতিক্রম নয়।
যার অংশ হিসেবে রবিবার দুপুরে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে “তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ নিয়ে এক মতবিনিময় সভা” করা হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি রমজান আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তৃতা করেন। এতে সম্ভাব্য প্রার্থী ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি নাহিদুল ইসলাম রাজুর নাম ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়