পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

- Update Time : ০৯:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় শ্বাসরোধ করে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধু উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে গৃহবধুর বসত বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার পাট্টা গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে রোজিনাকে হত্যা করেছে তা এখনো জানাযায়নি। ঘটনার ক্লু উদ্ধারে পুলিশ কাজ করছে। আসা করছেন দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়