টিকেট কালোবাজারের সাথে রেল ও সহজ ডটকমের লোকজন জরিত – রাজবাড়ীতে রেলমন্ত্রী জিল্লুল হাকিম
- Update Time : ০৯:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি বলেছেন, ইতিমধ্যে ট্রেনের টিকেট কালোবাজারির দুইটি গ্রুপ ধরা পড়েছে। টিকেট কালোবাজারের সাথে রেল ও অনলাইনে টিকেট বিক্রির সহজডটকমের লোকজন জরিত। এ নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এবং টিকেট কালোবাজারি বন্ধে সকল পর্যায় হতে ব্যবস্থা গ্রহন করা হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, রেলের শূন্যপদ পুরনে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যে ৫ হাজার লোকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত সম্ভব শূন্য পদ পুরন করে রেলকে সবচেয়ে ভাল একটি প্রতিষ্ঠানে পরিনত করা হবে। দেশের বিভিন্নস্থানে নতুন নতুন লাইন চালুর পাশাপাশি নতুন নতুন বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। এ গুলো সম্পন্ন হলে দেশের জনগণ আরও অনেক নতুন ট্রেন পাবে।
এছাড়া রেলের উন্নয়ন ও রেলকে এগিয়ে নিতে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, রাজবাড়ী রেলের শহর। এই রাজবাড়ীর লোকশেড এলাকায় দেশের সর্ববৃহৎ মেরামত কারখানা হবে এবং রাজবাড়ীকে রেলের বিভাগীয় শহর করারও চেষ্টা করছেন। এছাড়া ট্রেনে আগুন-সন্ত্রাস বন্ধেসহ সারাদেশে রেলের উন্নয়নে তারা কাজ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা, বালিয়াকিান্দি ও কালুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মোঃ আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোর্শেদ আরুজ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী , পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমূখ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পর্যায়ের মাদ্রাসার শিক্ষক-কর্মচারী সহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রেলমন্ত্রীকে ক্রেস্ট প্রদান ও দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়