রাজবাড়ীতে বিদেশী পিস্তলসহ শেরপুরের দু’যুবক গ্রেপ্তার

- Update Time : ১০:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১০০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল সহ ২জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর জেলা সদরের শেরপুর কালী বাজার বটতলার মোঃ নিজামুল হকের ছেলে মোঃ রাতুল হক (২৫) ও শাপমারী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মেহেদী হাসান মুন্না (৩০)।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইট ও মধুখালীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইট এলাকা থেকে বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ফরিদপুর জেলার মধুখালীতে অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়