রাজবাড়ীর ছাত্রলীগ নেতা সবুজ হত্যার অভিযোগে রেজাউল গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

- Update Time : ১০:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৩৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজকে গুলি করে হত্যার অভিযোগে রেজাউল সরদার ওরফে কানা রেজাউল (৩৮) কে গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রেজাউল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার কেরামত সরদার ওরফে কেরন দালালের ছেলে।
এ মামলার বাদী ও রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সিকদার জানান, সবুজ হত্যার মামলার আসামি হিসেবে গত ১৮ ডিসেম্বর রেজাউল সরদার ওরফে কানা রেজাউলকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫দিন রিমান্ড আবেদন মঞ্জুর। রিমান্ডে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। একই দিন সন্ধ্যায় রেজাউলের ভাই সিরাজুল ইসলামের খড়ের পালার নিচে থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ৬ ডিসেম্বর সবুজ হত্যা মামলায় শহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেও সে সময় একটি ওয়ান শুটার গানও উদ্ধার করে। শহিদুল জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে রেজাউল জড়িত বলে স্বীকার করে। যার প্রেক্ষিতে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ওই মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে চার জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের নিজ বসত ঘরে ব্যবসায়ীক আলোচনা করাকালিন একদল সন্ত্রাসী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজ (২৮) কে গুলি করে হত্যারপর পালিয়ে যায়। সবুজ একই গ্রামের শামসুল আলমের ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়